ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার বিকালে রাজধানী শহরটিতে ইসরায়েলের হামলার পর একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেছেন, এই হামলা ‘কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন’।
কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা ‘যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে।
তিনি আরও বলেন, ‘সব পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির অর্জনে কাজ করা, সেটি ধ্বংস করা নয়।’
দোহায় ইসরায়েলের হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন।
হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত