সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপির সাবেক এমপি আকবর আলী ও বিএনপি নেতা শরফুদ্দিন মঞ্জুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা যায়, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এম আকবর আলী এবং সাবেক ছাত্রনেতা কে এম শরফুদ্দিন মঞ্জুর মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাটি ঘটে ঢাকার নয়াপল্টনের হোটেল মুঘল কাবাবে আয়োজিত উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, অ্যাডভোকেট সিমকী ইমাম খান, পুলিশ সংস্কার কমিশনের সদস্য (অব.) ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিসহ অন্য নেতারা।
শরফুদ্দিন মঞ্জু বলেন, ‘সভার শেষদিকে বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগদানের যাতায়াত ও অন্যান্য খরচের প্রসঙ্গ ওঠে। তখন আমি মজা করে বলি, আকবর আলী হাজার কোটি টাকার মালিক, যাবতীয় খরচ তিনিই দেবেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে ধাক্কা দেন। তখন উপস্থিত নেতারা উভয়কে নিভৃত করেন।’ আকবর আলী বলেন, একটা মিটিংয়ে কথাকাটাকাটি হতেই পারে। সেখানে খুব বেশি কিছু হয়নি।