চীনে আম রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। চীনা দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আম রপ্তানির বিষয়টি আলোচনায় উঠে আসে। গত মাসে চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় গিয়ে একটি আম বাগান পরিদর্শন করেন। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়গুলো নিয়েও মতবিনিময় করেছেন ইয়াও ওয়েন ও মো. জসীম উদ্দিন।