প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক এ বি এম মূসার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার ইকবাল রোডে বায়তুস সালাম মসজিদে বাদ আসর এবং ফেনীর কুতুবপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবের আজীবন সদস্য এ বি এম মূসা ১৯৩১ সালে তাঁর নানাবাড়ি ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্ম নেন এবং ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।