সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব বলেছেন, স্বাধীন বিচার বিভাগই পারে সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে। গতকাল এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের জন্য সুইডিশ অ্যাম্বাসি, সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ফারাহ মাহবুব বলেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপমুক্ত হতে হবে। জনসাধারণের কাছে বিচারিক সেবা প্রদানের জন্য প্রধান বিচারপতির প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে ল’ রিপোর্টার্স ফোরামকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।