অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের ‘গভর্নরের স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে বণিক বার্তার আয়োজনে মোড়ক উন্মোচন করা হয়। এতে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখানে আমি শুধু গভর্নরের সময়কাল নয়, আমার জীবনের নানা স্মৃতি নিয়েই কথা বলেছি। ২০১৯ সালে বইটির প্রথম সংস্করণ প্রকাশ হয়েছিল। এবারে তাতে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। বাংলাদেশে অর্থনীতি কোনো অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভিতরে গিয়েছি, তারা ছাড়া বাইরে থেকে কেউ বুঝবে না। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি। আমরা বাঙালিীরা বিদেশিদের কাছে নিজেরা নিজেদের সমালোচনা করি। কেউ ওপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা আছে আমাদের। বিদেশিদের কাছে নিজেদের কথা বলবেন, কিন্তু একটু রয়ে-সয়ে করবেন। নিজেদের প্রতি সম্মানটুকু রাখবেন। সবাইকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেখানে সহযোগিতা করবেন। এটাই আশা করি। শুভেচ্ছা বক্তব্য দেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।