দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। এবার দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুদক।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, প্রতারক চক্র সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, এমনকি সাবেক কয়েকজন সচিবকে ফোন করছে। অভিযোগ বা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে এসব ফোনকল করা হচ্ছে ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে।
প্রতিষ্ঠানটি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দুদকের কোনো কর্মকর্তা ফোনে টাকা চাইবেন না বলে জানানো হয়েছে।
প্রতারণামূলক ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর জন্য বলা হয়েছে। একইসাথে নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণের আহ্বানও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
বিডি-প্রতিদিন/বাজিত