বাংলাদেশের জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তনবিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার এই পরিষদের তৃতীয় দলের সদস্যদের নাম জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জাতিসংঘের 'ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি' ও 'আওয়ার কমন অ্যাজেন্ডা'র অংশ হিসেবে পরিচালিত এই দলের তৃতীয় দফার মেয়াদ শুরু হয়েছে আজ থেকেই।
সারা বিশ্ব থেকে সম্মানিত যুব ও জলবায়ু সংস্থাগুলোর মনোনীত প্রার্থীদের মধ্য থেকে এই সদস্যদের নির্বাচন করা হয়েছে। এই গ্রুপ মহাসচিবকে জলবায়ু বিষয়ে বাস্তবসম্মত ও ফলাফল-কেন্দ্রিক পরামর্শ প্রদান করে থাকে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কণ্ঠকে আরও গুরুত্ব দিতে এবং বিশ্বজুড়ে সুশীল সমাজের কাজের সুযোগ সংকুচিত হওয়ার প্রবণতার প্রেক্ষাপটে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১৪ করেছেন।
ফারজানা ফারুক ঝুমু বাংলাদেশে জলবায়ু আন্দোলনের একজন সক্রিয় কণ্ঠস্বর। তিনি 'কাঠপেন্সিল' নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশুদের অধিকার, লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় কাজ করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালীন জলবায়ু-আক্রান্ত অঞ্চলের শিশুদের দুর্দশা দেখে তিনি এই আন্দোলনে সক্রিয় হন।
বিডি প্রতিদিন/জুনাইদ