জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দ্যোগে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার খরচ নির্বাহে প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক রোগীদের মাঝে প্রদান করেন। কার্যক্রমটি চলমান রয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় ১০০ জন রোগীকে চেক প্রদান করা হয়েছিল এবং আজ আরও ১০০ জন রোগীকে এই সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগে অসহায় শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রশংসনীয় জনকল্যাণমূলক উদ্দ্যোগ এবং ভবিষ্যতে ধাপে ধাপে সর্বমোট ৫০০ রোগী এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সাবিনা হাসেম, অধ্যাপক ডা. খালেকুজ্জামান, অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ, উপ-পরিচালক ডা. মনির আহমেদ খান, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত