হাইকোর্টের রায়কে জনগণের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থানরত বিএনপি মহাসচিব বলেন, “আশা করি সরকার দ্রুত ইশরাক হোসেনকে শপথ করানোর ব্যবস্থা নেবে।” একইসঙ্গে তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির কথা চিন্তা করে রাস্তা থেকে সরে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার বিষয়ে দায়ের করা একটি রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মহাসচিব তার প্রতিক্রিয়ায় বলেন, “এই রায়ে জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা জানি, যখন মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে এই ফলাফল ছিনিয়ে নিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছিল।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি আশা করি, মন্ত্রণালয় আর কোনো জটিলতা তৈরি না করে দ্রুতই ইশরাক হোসেনের শপথগ্রহণ নিশ্চিত করবে এবং পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট চলছে, তা নিরসনের একমাত্র উপায় দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সংস্কারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। যেসব প্রস্তাবে জাতীয় ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। যেসব প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো আলোচনার মাধ্যমে সংবিধানের ভেতরে থেকে চলমান রাখা হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “যেহেতু আদালত এই বিষয়ে রায় দিয়েছে, এটি জনগণের বিজয়। এখন আর এ নিয়ে সড়ক অবরোধ করে পরিস্থিতি জটিল করার প্রয়োজন নেই। আমরা আশা করি সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে ইশরাককে শপথ করাবে, আর নেতাকর্মীরা জনগণের ভোগান্তি লাঘবে রাস্তা থেকে সরে যাবেন।”
উল্লেখ্য, গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন ব্যাংককের ‘রুটনিন আই হসপিটালে’ তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক