বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান (ভারত) যে অপরাধ করেছে, সেই অপরাধ ক্ষমার যোগ্য নয়। দেশে একটি পরিবর্তন আসছে। কিন্তু প্রতিদিন কেউ না কেউ দাবি নিয়ে রাস্তায় বসছে। এত দাবি কোথা থেকে আসছে? এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে হচ্ছে। সতর্ক হয়ে যান। যদি এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদীর ভিত্তিতে রক্ষা করতে হবে। সেজন্য জাতীয়তাবাদী দলের সৈনিকদের মধ্যে ঐক্য থাকতে হবে। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়।
শনিবার সন্ধ্যায় নরসিংদী ঈদগাহ মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবিলা এবং দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আন্দোলন এখানেই শেষ হয়নি। আরও ত্যাগ শিকার করতে হবে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী মূল্যবোধ শিখিয়ে গেছে, জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এই তিনটির ভিত্তিতে আগামী রাজনীতি হবে। সংবিধান সংস্কার যদি হতে হয়, তাহলে এই তিনটির ভিত্তিতে হতে হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নরসিংদী-৪ আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল।
আরও বক্তব্য রাখেন নরসিংদীর সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকী, সহ-সাংগঠনিক সম্পাদক বেনুজির আহাম্মেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নুল আবেদিন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হাসান মিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই