দেশকে গণতন্ত্রের পথে নিতে ভোট দেওয়ার জন-আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, মহান ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা- সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজকে এই ২০২৫ সালে এসে মানুষের-নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। আসুন, আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই। আমাদের একুশের আদর্শটা আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। ভাষা আন্দোলনেও প্রতিবাদ করেছে ছাত্রসমাজ। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪ এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গ্রথিত। সেই সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেবার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি- আসুন, আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।
বিডি-প্রতিদিন/শআ