গরমে ঘরে ফ্যান, এসি, এয়ার কুলার চালিয়েও যেন স্বস্তি মেলে না। আবার সারাক্ষণ এসির মধ্যে থাকা শরীরের জন্যও ভালো নয়। ঘর সাজাতে অনেকেই নানান রকম ইনডোর প্ল্যান্ট ব্যবহার করেন। জানেন কি, শুধু ঘরের সৌন্দর্য বাড়াতে নয়, ইনডোর প্ল্যান্ট ঘরের তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করে।
গরমে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি বারান্দায় থাকা গাছগুলোর দেখভাল করতে হয়। বেশি তাপে এসব গাছের পাতা শুকিয়ে যায়। সেই সঙ্গে গাছগুলো গোড়া থেকেও শুকিয়ে যেতে শুরু করে। তাই চলুন জেনে নেওয়া যাক গরমে ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নেবেন যেভাবে-
১। গরমে নিয়মিত গাছগুলোতে পরিমাণ মতো পানি দিতে হবে। তবে বেশি গরম পড়ে গেলে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে। গরমকালে বেশি বেলায় গাছে পানি দিয়ে লাভ নেই। সকাল সকাল যতটা পানি দেওয়া যায়, ততই ভালো।
২। গরম মানেই গাছে বেশি পানি দিতে হবে, তার কোনো মানে নেই। বরং বেশি পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই সবসময় বেশি বেশি পানি না দিয়ে, স্প্রে করতে হবে।
৩। গাছের যেমন পানি, হাওয়া, আলো দরকার, তেমনই প্রয়োজন ছায়ার। গ্রীষ্মকালে একটু বেলা হতে না হতেই রোদ চড় চড় করে বাড়তে থাকে। তাই সবসময় রোদে রাখার দরকার নেই। তাতে গাছের পাতা শুকিয়ে যেতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ