আসন্ন মা দিবস উপলক্ষ্যে মায়েদের জন্য এক বিশেষ আয়োজন করেছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সি। প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ভালোবাসায় ভরা একটি বিশেষ ডিনার এবং অন্যান্য আকর্ষণীয় কার্যক্রম।
এই দিনটিকে স্মরণীয় করে রাখতে থাকছে 'ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম' শিরোনামে একটি ব্যতিক্রমী আয়োজন। মাত্র ৬৬৬৬ টাকায়, অতিথিরা উপভোগ করতে পারবেন মা’র সঙ্গে এক গল্পময় রাতের খাবার।
পাশাপাশি, লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০% ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার, যার মূল্য মাত্র ৫৫৫৫ টাকা। এখানে আপনি আপনার মাকে উপহার দিতে পারেন এক রাজকীয় নৈশভোজের অভিজ্ঞতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকছে বিশেষ আয়োজন। 'উইন এ মাদার’স ডে স্পেশাল কেক' প্রতিযোগিতায় অংশ নিতে হলে ফেসবুকে ঢাকা রিজেন্সির পোস্টে মাকে ট্যাগ বা মেনশন করতে হবে। বিজয়ীরা পাবেন একটি চমৎকার ডিজাইনের সারপ্রাইজ কেক, শুধুই তাদের মায়ের জন্য।
এই আয়োজন শুধু অতিথিদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং ঢাকা রিজেন্সি পরিবারকেও ছুঁয়ে গেছে অন্তর থেকে। এই বিশেষ দিনে সব সময়ই আলাদা করে বিশেষ আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয় ঢাকা রিজেন্সির সকল কর্মজীবী মাকে—যাঁরা প্রতিদিনই দক্ষতা আর ভালোবাসার অনন্য ভারসাম্যে আগলে রাখেন প্রতিষ্ঠান ও পরিবার, উভয়কেই।
ইভেন্ট লিংক: ক্লিক করুন
বিডি প্রতিদিন/মুসা