নিমপাতা বর্ষার ত্বকচর্চায় হতে পারে দারুণ এক প্রাকৃতিক উপাদান। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ত্বক হয়ে পড়ে শুষ্ক ও নিস্তেজ, পাশাপাশি সংক্রমণের আশঙ্কাও থাকে বেশি। তাই এই সময়ে ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। চলুন জেনে নিই কিভাবে নিমপাতা ত্বকের যত্নে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
বর্ষায় ত্বক অনেক সময়ই প্রাণহীন ও মলিন দেখায়। এমন পরিস্থিতিতে নিমপাতা ব্যবহারে ত্বক ফের পায় প্রাকৃতিক উজ্জ্বলতা। নিমপাতায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকের ভিতর থেকে পরিচর্যা করে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
ত্বক মসৃণ করে
নিমপাতা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বককে রাখে কোমল ও মসৃণ। বলিরেখা বা মেছতার মতো সমস্যাও নিয়মিত ব্যবহারে কমে যেতে পারে।
প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন জরুরি। নিমপাতা প্রাকৃতিকভাবে সেই কাজটি করে দিতে পারে। এটি ত্বকের গভীরে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করে ত্বককে করে তোলে আরও সতেজ ও মসৃণ।
টিপস:
নিমপাতা বেটে বা সিদ্ধ করে তার পানি দিয়ে ত্বক ধুতে পারেন। ফেসপ্যাকেও ব্যবহার করতে পারেন নিমপাতার গুঁড়া। এই বর্ষায় কেমিক্যাল-ভিত্তিক প্রোডাক্টের পরিবর্তে প্রাকৃতিক উপাদান হিসেবে নিমপাতাকে রাখুন রূপচর্চার নিয়মিত তালিকায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ