‘করোনা’ পরবর্তী বিশ্বে ‘মেকআপ’ শিল্পে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তা হলো- ‘নো মেকআপ’। যা কোনো ট্রেন্ড নয়; তবে এটি কালজয়ী এবং নির্ভেজাল সৌন্দর্যের প্রতীক...
বিউটি স্টুডিও জেন হো আর্টিস্ট্রির প্রতিষ্ঠাতা জেন হো বলেন, ‘নো মেকআপ’ কোনো ট্রেন্ড নয়; এটি কালজয়ী এবং নির্ভেজাল সৌন্দর্যের প্রতীক। আসলে মেকআপ পরার মজার ব্যাপার হলো, প্রায়শই আমরা নিজেকে এমন দেখাতে চাই যেন কোনো মেকআপই করিনি। একে ‘ন্যূনতম মেকআপ’ বা ‘নো-মেকআপ’- যাই বলা হোক না কেন এর সবকিছুই সেই ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, আপনি যে প্রসাধনী বেছে নেবেন তা আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে।
প্রোফেশনাল মেকআপ শিল্পী ফিওনা স্টাইলস বলেছেন, যদিও ‘নো-মেকআপ’ লুকের জন্য অবশ্যই মেকআপ প্রয়োজন, তবে আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি’। সেলেব্রিটি মেকআপ শিল্পী অ্যাম্বার ড্রেডন বলেছেন, এটি নরম এবং নিরপেক্ষ বা ত্বকের রঙের শেডের সঙ্গে মিশ্রিত, ছায়া এবং হাইলাইটস-এর স্থান নির্ধারণের পাশাপাশি একটি উন্নত প্রাকৃতিক চেহারা তৈরি করে। সেই স্বাচ্ছন্দ্য অর্জনের জন্য, আপনার এমন প্রসাধনী দরকার যা ত্বকের সঙ্গে নির্ভেজালভাবে মিশে যায়। তবে এটি কম মেকআপ পরার চেয়ে দক্ষ প্রয়োগ বেশি গুরুত্বপূর্ণ। কারণ লক্ষ্য একটাই- ‘যতটা সম্ভব প্রাকৃতিক দেখানো’।
সুতরাং আপনার প্রিয় ত্বক-উজ্জ্বলকারী ময়েশ্চারাইজার, সহজ ব্রো জেল এবং আলোকিত হাইলাইটারগুলো সংগ্রহ করুন এবং পেশাদার মেকআপ শিল্পীর গাইডেন্স ‘নো মেকআপ’ লুকে মেনে নিজেকে রাঙিয়ে নিন।
প্রথম ধাপ : ত্বক প্রস্তুতকরণ
সেলেব্রিটি মেকআপ শিল্পী অ্যাডাম বুরেল বলেছেন, ‘নো-মেকআপ লুকের জন্য ত্বক প্রস্তুতকরণই মূল চাবিকাঠি’ এবং মেকআপ শিল্পী অ্যালেক্স মায়ো একমত যে, ‘ভালোভাবে প্রস্তুত আপনাকে একটি সুন্দর, হাইড্রেটেড গ্লো দেবে, যা পরিবর্তে আপনাকে কম পণ্য ব্যবহার করতে সাহায্য করবে।’
দ্বিতীয় ধাপ : ভাস্কর্য ও টোন
আপনার চেহারায় ভাস্কর্য এবং টোন করা আগের চেয়ে সহজ। আজকালের প্রযুক্তির সৌন্দর্য সরঞ্জামগুলোর জন্য ধন্যবাদ, যা স্বাস্থ্যকর, উজ্জ্বল বর্ণ অর্জনে সাহায্য করতে পারে এবং ‘নো-মেকআপ’ লুকে পরিপূরক হবে।
তৃতীয় ধাপ : সমান কমপ্লেকশন
অভিজ্ঞ মেকআপ শিল্পী জেসন হফম্যান বলেছেন, ‘এরপর, আমি কমপ্লেকশনকে সমান করব- মনের মতো কভারেজ পেতে অল্প পরিমাণে প্রসাধনী ব্যবহার করে। সুতরাং সেই মিডিয়াম-টু-ফুল-কভারেজ ফাউন্ডেশনকে সুপার সিরাম স্কিন টিন্টের মতো একটি হালকা ওজনের সূত্রের সঙ্গে পরিবর্তন করুন।
চতুর্থ ধাপ : স্পট কনসিল
এক্ষেত্রে পুরো মুখের প্রয়োজন নেই। মায়ো উল্লেখ করেছেন, উদ্বেগের কারণ অর্থাৎ কোনো স্পট কারেক্ট বা কনসিল করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি ব্রণ বা কালো দাগ ঢাকতে চান তাহলে সেগুলো আড়াল করার সর্বোত্তম উপায় হলো একটি ছোট, সুনির্দিষ্ট ব্রাশ দিয়ে কালার-করেক্টিং কনসিলার ব্যবহার।
পঞ্চম ধাপ : সফট ফোকাস গাল
সেলেব্রিটি মেকআপ শিল্পী মলি গ্রিনওয়াল্ড বলেছেন, একটি লিকুইড বা ক্রিম ব্লাশ প্রয়োগ করে গালের ওপর রঙের হালকা ওয়াশ দিয়ে আপনার নো-মেকআপ লুককে আরও বাড়িয়ে দিন। ‘[এরপর,] নাকের ওপরে, যেখানে আপনি ফ্লাশ করবেন সেখানে জেল বা ক্রিম ব্লাশ দিয়ে গাল ফ্লাশ করতে যান’।
সপ্তম ধাপ : লম্বা পাপড়ি
এরপর পাপড়ি বাড়ানোর পালা। মায়োর জন্য, এর অর্থ হলো- ‘একটি পরিষ্কার মাস্কারা অন্তর্ভুক্ত করা, যা নকল পাপড়ি বা ক্লম্পিয়ার সূত্রের পরিবর্তে পাপড়িগুলোকে আলাদা এবং গোড়া থেকে ভলিউমাস রাখে।
অষ্টম ধাপ : ত্বক হাইলাইট
হফম্যান বলেছেন, ‘আমি মুখের ওপর একটি অ্যাকসেন্ট যোগ করে শেষ করব, এক্ষেত্রে একটি সূক্ষ্ম হাইলাইট করতে পারেন। ওয়েস্টম্যান অ্যাটেলিয়ারের লিট আপ স্টিক, রেয়ার বিউটির লিকুইড লুমিনাইজার বা আরএমএস বিউটির ক্লিন পিগমেন্টের মতো ক্রিমি হাইলাইট দিয়ে চাইলে ইচ্ছামতো উজ্জ্বল হতে কাস্টমাইজ করতে পারেন।
নবম ধাপ : ফেদারলাইট পাউডার
আভেন্ডানো বলেছেন, ‘অবশেষে, আপনার টি-জোন এবং চোখের নিচে একটি স্বচ্ছ পাউডারের স্তর ব্রাশ করুন চকচকেভাব কমাতে এবং মেকআপ সেট করতে’।
দশম ধাপ : সবশেষে ঠোঁট
অবশেষে আপনি আপনার লুকটি সম্পূর্ণ করতে নরম, সুন্দর ঠোঁটের মুহূর্তের জন্য একটি টিনটেড বাম বা তেল প্রয়োগ করতে পারেন।
তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন
বিডি প্রতিদিন/এমআই