পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে সরোয়ার হাওলাদার নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। শুক্রবার রাত ২টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানিয়াকাঠি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সরোয়ার হাওলাদার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুকুরজনা গ্রামের গনি হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে সরোয়াকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। রাত আনুমানিক ২টার দিকে হাসপাতালে তিনি মারা যান।
নিহত ব্যক্তির বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই নগদ টাকার ব্যবসা করে। ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিল। সে টাকা দেওয়ার কথা বলে আমার ভাইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে বিভিন্নভাবে ঘোরানোর একপর্যায়ে চার-পাঁচজন মিলে দা-রড নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। হাসপাতালে যাওয়ার আগে আমার ভাই জবানবন্দি দিয়ে গেছে, কারা হামলা করেছে এবং কেন করেছে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ বর্তমানে বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আরও বিস্তারিত জানা যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।