দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। এখন থেকে এ মানের সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। আজ থেকে কার্যকর হবে সোনার নতুন দর।
গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্য পুনর্নির্ধারণের তথ্য জানায়। নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮ হাজার ৫০৩ টাকা বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের ভরিতে ৭ হাজার ২৪৮ টাকা বৃদ্ধির পর ১ লাখ ৬৫ হাজার ৮২০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিতে ৬ হাজার ২১৭ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা। সনাতন পদ্ধতিতে এক ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।