সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সকাল ১০টা ২৫ মিনিটে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির যাত্রা বাতিল করে বিকল্প ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-২০১ ফ্লাইটের ব্রিজ সরানোর সময় ইঞ্জিনে ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ এসে নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘণ্টা পর বিকাল ৪টা ২০ মিনিটে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দুর্ঘটনায় বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি ঢাকায় ফিরে গেছে।