নিখোঁজের দু’দিন পর পুকুরপাড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুতিয়ার ধিঘির পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামিউল বাসির (১১) সদর দক্ষিণ উপজেলার আবু ইউসুফের ছেলে। সে আমড়াতলী এলাকার তার ফুফুর বাড়ির সুবাদে দুতিয়ার দিঘির পাড় গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করতো।
সামিরুলের স্বজনরা জানায়, গেলো ২৭ অক্টোবর দুপুরের পর থেকে তারা সামিরুলের সন্ধান পায়নি। এ নিয়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মমিরুল হক। পুলিশ কর্মকর্তা মমিরুল হক জানান, বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশু সামিরুলের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম