মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ সিরাজগঞ্জ ক্যাম্পাসে কর্মরত রাজস্ব খাতে সৃজনকৃত আউটসোসিংয়ে প্রকল্পের ৩৪ কর্মচারী ১১ মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় গতকাল সিরাজগঞ্জের বেলকুচিতে ক্যাম্পাস চত্বরে তারা বেতন দাবিতে মানববন্ধন করেছে। কর্মচারী আবদুস সাত্তার জানান, প্রতিষ্ঠার পর থেকে আমরা ৩৪ জন বিভিন্ন পদে কর্মরত ছিলাম। ভিসি আনোয়ারুল আজীম আকন্দ জানান, কলেজটি হস্তান্তরের সময় ৩৬ জন কর্মচারীকে হস্তান্তর করা হয়নি। তাই বেতন দেওয়া যাচ্ছে না।