যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার সদর উপজেলার খোকশাবাড়ী ও চায়নাবাঁধ এলাকায় বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার বিকেলে চায়নবাঁধ এলাকায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত ও সাধারন সম্পাদক তৌহিদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুবজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই যুবদল বৃক্ষরোপন করছে।
বিডি প্রতিদিন/এএম