তিন স্থানে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় বাবা-মা-ছেলেসহ ৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়েসহ তিনজন, রংপুরে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন এবং বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সারা দিনে আরও সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ পৌরসভার উকিলপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী, সিএনজিচালক সজল ঘোষ (৫০)। সজল ঘোষের বাড়ি সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুনামগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় সিলেট যাচ্ছিলেন কেশবা ও তার মেয়ে প্রথমা। তাদের গাড়িটি শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে মা ও চালকের মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মেয়ে প্রথমাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সিএনজি চালকসহ মা-মেয়ে তিনজনই ইসকন ভক্ত। তারা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সিলেট যাচ্ছিলেন।
রংপুর : রংপুর নগরীর মদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। গতকাল ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ ভ্যানের হেলপার নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছর বয়সি ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।
বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে। নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)। জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি আসছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে সিএনজিচালিত অটোরিকশা যোগে সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান।
বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বিকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপজেলার বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজামুদ্দিন পলাশ (৩৫) দক্ষিণ আলেকান্দা এলাকার উমেশ চন্দ্র দেবনাথের ছেলে।