নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে ভারতে আটক একই পরিবারের চারজনকে মেহেরপুর সীমান্তে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : গতকাল ভোরে পত্নীতলা সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের আটক করে থানায় সোপর্দ করে বিজিবি। আটক ব্যক্তিরা সবাই নাটোরের বাসিন্দা। পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের অধীন শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস দিয়ে ১৬ জনকে পুশইন করে বিএসএফ। পরে বিজিবির টহলদল ঘুরকী গ্রামের পাকা রাস্তাসংলগ্ন একটি চা দোকানের পাশ থেকে তাদের আটক করে। তাদের মধ্যে পাঁচ শিশু ও চারজন নারী। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে।
মেহেরপুর : মুজিবনগর সীমান্ত দিয়ে একই পরিবারের চারজনকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নম্বর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধরড়া গ্রামের রতন হোসেন ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার এবং তাঁদের দুই শিশু সন্তান। রতন হোসেন জানান, ২০২২ সালে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে গিয়ে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতেন। কয়েক দিন আগে তাঁদের পুলিশ আটক করে বিএসএফে হস্তান্তর করে।
বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর ধর্মেন্দর কুমার পাণ্ডের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে তাদের পরিবারে ফেরত পাঠানো হবে।