রাঙামাটির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি (খোলা জিপ) পাহাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ শিক্ষার্থী। গতকাল দুপুরে সাজেক ইউনিয়নের সিজকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী সাজেক ভ্রমণে যান। তারা খাগড়াছড়ির দীঘিনালা থেকে একটি চাঁদের গাড়ি ভাড়া করে সাজেকের দিকে রওনা দেন। গাড়িটি সাজেক ইউনিয়নের সিজকছড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে প্রায় ১০০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক রুহুল আমিন জানান, আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন। নিহত শিক্ষার্থীর নাম-পরিচয় পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।