ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেন জব্দ হয়েছে। এ ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গায়ানার নাগরিক এসএম কারেন পিটুলা স্টাফলির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার গভীর রাতে এ যাত্রীকে আটক করা হয়। জানা গেছে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে। এ উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন। তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি রাত আড়াইটায় বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভিতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন জব্দ করা হয়।