হিজাব পরতে বাধা দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা বসুন্ধরা শাখার শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন ও একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বরখাস্ত হওয়া শিক্ষক ফজিলাতুন নাহারকে পুনর্বহাল ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নেন সাবেক ছাত্রীরাও। এর আগে মঙ্গলবার হিজাব পরার অভিযোগে ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। এতে সই করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। আন্দোলনরত ছাত্রীরা জানান, ফজিলাতুন নাহার আপা হিজাব পরতে নিষেধ করেননি। তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। প্যানেল শিক্ষার্থী- যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, তারা শেষ পিরিয়ডে ওই ক্লাসে গেলে- আপা তাদের বলেছিলেন বাইরে গিয়ে হিজাব পরার বিষয়টি সমাধান করতে। ড্রেসকোড না মানা ছাত্রীদের বাইরে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন স্বেচ্ছাসেবকরা। এ ঘটনাকে কিছু মিডিয়া নেতিবাচকভাবে প্রকাশ করেছে। আমরা ফজিলাতুন নাহার আপার পুনর্বহাল চাই। প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী আনিসা করিম বলেন, আমি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত এ প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। নাহার আপা কখনো আমাদের হিজাব নিয়ে কোনো কথা বলেননি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, আমি যখন ক্লাসে গেলাম, গিয়ে দেখি ভলান্টিয়াররা বাচ্চাদের চেক করছে, পোশাক ঠিক আছে কি না, নখ বড় কি না, চুল বাঁধা ঠিক আছে কি না। তখন আমি বললাম, তোমরা সারা দিন কী করলা? তোমাদের যা কাজ আছে বাইরে নিয়ে যাও এদের, বাইরে নিয়ে তোমাদের দায়িত্ব পালন করো। তিনি বলেন, হিজাব পরার কারণে ক্লাসরুম থেকে ছাত্রীদের বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি মেয়েদের বলেছি তোমরা হিজাব পরে স্কুলে আসবা। হিজাব কীভাবে পরতে হবে তার নিয়মও ছাত্রীদের উদ্দেশে বলেছিলেন বলে দাবি করেন এই শিক্ষক।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
ক্ষোভ বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে । হিজাবকাণ্ডে বরখাস্ত শিক্ষক
ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর