হিজাব পরতে বাধা দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা বসুন্ধরা শাখার শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন ও একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বরখাস্ত হওয়া শিক্ষক ফজিলাতুন নাহারকে পুনর্বহাল ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নেন সাবেক ছাত্রীরাও। এর আগে মঙ্গলবার হিজাব পরার অভিযোগে ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। এতে সই করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। আন্দোলনরত ছাত্রীরা জানান, ফজিলাতুন নাহার আপা হিজাব পরতে নিষেধ করেননি। তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। প্যানেল শিক্ষার্থী- যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, তারা শেষ পিরিয়ডে ওই ক্লাসে গেলে- আপা তাদের বলেছিলেন বাইরে গিয়ে হিজাব পরার বিষয়টি সমাধান করতে। ড্রেসকোড না মানা ছাত্রীদের বাইরে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন স্বেচ্ছাসেবকরা। এ ঘটনাকে কিছু মিডিয়া নেতিবাচকভাবে প্রকাশ করেছে। আমরা ফজিলাতুন নাহার আপার পুনর্বহাল চাই। প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী আনিসা করিম বলেন, আমি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত এ প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। নাহার আপা কখনো আমাদের হিজাব নিয়ে কোনো কথা বলেননি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, আমি যখন ক্লাসে গেলাম, গিয়ে দেখি ভলান্টিয়াররা বাচ্চাদের চেক করছে, পোশাক ঠিক আছে কি না, নখ বড় কি না, চুল বাঁধা ঠিক আছে কি না। তখন আমি বললাম, তোমরা সারা দিন কী করলা? তোমাদের যা কাজ আছে বাইরে নিয়ে যাও এদের, বাইরে নিয়ে তোমাদের দায়িত্ব পালন করো। তিনি বলেন, হিজাব পরার কারণে ক্লাসরুম থেকে ছাত্রীদের বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি মেয়েদের বলেছি তোমরা হিজাব পরে স্কুলে আসবা। হিজাব কীভাবে পরতে হবে তার নিয়মও ছাত্রীদের উদ্দেশে বলেছিলেন বলে দাবি করেন এই শিক্ষক।
শিরোনাম
- প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার
- দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- রাশিয়ার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা চান অধিকাংশ মার্কিন নাগরিক
- শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত : ফাওজুল কবির
- নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : সমাজকল্যাণ উপদেষ্টা
- ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : মাহফুজ আলম
- ফ্রান্স-স্পেনসহ চারটি দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেয়েছে ইসি
- ভারতের ছাড়া পানিতে বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান (ভিডিও)
- একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
- বিয়ের অনুষ্ঠানে গুলি করে উদযাপন, বরের মৃত্যু
- প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা
- শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান
- ‘কৃষকরা মৌসুমী সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন’
- পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে : রিজভী
- সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- এটিইও নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
- ‘খেটে-খাওয়া মানুষের জীবনমান না বদলালে দেশের পরিবর্তন হবে না’
- স্কুল শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
- বগুড়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি
ক্ষোভ বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে । হিজাবকাণ্ডে বরখাস্ত শিক্ষক
ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর