যুক্তরাষ্ট্রে যুবক-যুবতীদের মধ্যে মাদকের নেশা কমতে শুরু করেছে বলে এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার প্রকাশিত ওই জরিপ রিপোর্ট অনুযায়ী, ৩৫ থেকে ৫৪ বছর বয়সিদের মধ্যে নেশা করছে ৫৬ ভাগ। গত বছর এ হার ছিল ৭০। অন্যদিকে ৫৫ বছরের অধিক বয়সি আমেরিকানের ৫০ ভাগ নেশা করলেও ২০২৩ সালে সে হার ছিল ৫৯ ভাগ। গ্যালোপ সারা আমেরিকার ১ হাজার প্রাপ্তবয়স্কের ওপর এ জরিপ চালায় গত মাসে। জরিপ রিপোর্টের ব্যাপারে মতামত ব্যক্তকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (এপিডেমিওলজি) ক্যাথারিন কেইজ বলেন, ‘এ ধরনের জরিপ কখনোই পুরোপুরি সঠিক বলে মনে না হলেও স্বেচ্ছায় যারা নিজের মতামত ব্যক্ত করেন তারা অধিকাংশ সময়ই সত্য কথা বলে আসছেন।’ অন্যদিকে জন হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক জোহাননেস থ্রুল বলেন, ‘আশা জাগানিয়া ঘটনা ঘটেছে যে সবার মধ্যেই নেশার প্রবণতা কমছে।’
ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক (স্বাস্থ্যবিষয়ক) ড. মেগান প্যাট্রিক বলেন, ভবিষ্যতের জরিপের স্বার্থে যুবসমাজের চিকিৎসাপ্রণালি সংরক্ষণ করা হচ্ছে বেশ ক’বছর ধরে। সেখানেই দেখা যাচ্ছে উঠতি বয়সিদের মধ্যে নেশার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। কী কারণে জটিল রোগের বিস্তার ঘটছে তা তারা অনুধাবনের পরই নেশা করার কথা ভুলে যাচ্ছে। বিশেষ করে করোনা মহামারির সময় নেশার প্রবণতা যথেষ্ট কমেছে। আবার কোনো কোনো চিকিৎসাবিদের ধারণা, গাঁজা, আফিম, ভাংসহ শুকনাজাতীয় দ্রব্যের ব্যবহার অবাধে চলায় মদের প্রতি আসক্তি কমছে। যদিও সর্বশেষ এ জরিপে তার কোনো আভাস মেলেনি।