চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চত্বরে পণ্যবোঝাই একটি কনটেইনারে বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪০ ফুট লম্বা কনটেইনারটির কিছু পণ্যের ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আমদানি করা কনটেইনারটি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বন্দরের ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কনটেইনারটিতে ব্যাটারি ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে এম ইউকোহামা জাহাজযোগে আসা কনটেইনারটি টার্মিনালের হ্যান্ডওভার বে এলাকায় রাখা হয়েছিল। এতে মোবাইল ফোনের ব্যাটারি, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম ছিল। কনটেইনারে ধোঁয়া দেখা গেলে দ্রুত জানানো হয় ফায়ার সার্ভিসকে। নিরাপত্তার স্বার্থে কনটেইনারটি স্লট থেকে নামিয়ে পরিবহন, নিরাপত্তা, ড্রাইডক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে সিল কাটা হয়। এরপর ভিতরের পণ্য বের করে যেখানে আগুনের সূত্রপাত, সেই স্থানটি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বেশির ভাগ পণ্য বের করে নেওয়া সম্ভব হয়।