চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ছাড়া বাহিনীটি মেহেরপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : গতকাল ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে বিএসএফ ১৩ জনকে পুশইন করার পর আটক করে বিজিবি। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। আটকদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিওপির সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা থেকে নারীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন সময় কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। পরে গ্রেপ্তার ও কারাভোগের পর তাদের বিএসএফের কাছে তুলে দেয় দেশটির পুলিশ। পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করবে বিজিবি।
মেহেরপুর : মুজিবনগর সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-শিশুসহ ৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ। হস্তান্তর হওয়া সবাই অবৈধভাবে ভারতে গিয়ে ওড়িশায় বসবাস করছিলেন। গতকাল সকালে সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলারের শূন্য লাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার ও বিএসএফ হৃদয়পুর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। সেখানে আলোচনার একপর্যায়ে ২ নারী ও ৫ শিশুসহ ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।