পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময় থেকে ভারত-চীনের আকাশপথে ফ্লাইট বন্ধ ছিল। এরপর সীমান্ত উত্তেজনা ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ফ্লাইট আর চালু হয়নি। তবে সম্প্রতি উভয় দেশের কূটনৈতিক উদ্যোগে নতুন করে আলোচনা শুরু হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে চলতি বছরের শুরু থেকেই দুই দেশের মধ্যে একাধিক বৈঠক হয়। এসব আলোচনায় সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করা এবং বিমান পরিষেবা চুক্তি হালনাগাদ করার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উভয় দেশের নির্দিষ্ট বিমান সংস্থাগুলো সব ধরনের অপারেশনাল মানদণ্ড পূরণ করে ২০২৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে শীতকালীন সময়সূচি অনুযায়ী সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করবে।”
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ সিদ্ধান্ত দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও আদান-প্রদানকে স্বাভাবিকীকরণের পথে সহায়ক হবে।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/আশিক