সিলেটে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন করে যুবক রায়হান আহমদ খুনের মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রবিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। মামলার বিচারকার্যের দীর্ঘসূত্রতার সুযোগে আসামিরা জামিনে মুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। ছেলে হত্যার বিচার নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে তার ছেলে হত্যা মামলার আসামিরা জামিন পায়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়েই একে একে মামলার আসামিরা জামিন পেয়ে মুক্ত হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে মামলার আসামি কনস্টেবল মো. হারুন অর রশিদ ও কনস্টেবল টিটু চন্দ্র দাস জামিন নিয়ে বের হয়ে দেশ থেকে পালিয়েছে বলে তিনি খবর পেয়েছেন। এবার প্রধান আসামি এসআই আকবরও জামিনে বের হয়েছেন। আসামিরা মুক্ত হওয়ায় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণেই আসামিরা জামিনে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। এখন বিচার পাওয়া নিয়েও তিনি শঙ্কিত। প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নগরীর আখালিয়ার রায়হান আহমদ নামের এক যুবককে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর ভোরে গুরুতর অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পর সেখানে তার মৃত্যু হয়।