গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় দুই দিনের রিমান্ড শেষে সাত আসামিকে গতকাল দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে কুমিল্লার হোমনা থানার অনন্তরপুর গ্রামের হানিফ ভূইয়ার ছেলে মো. শাহজালাল (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জাবানবন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দুলাল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দুলাল চন্দ্র দাস বলেন, দুই দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আসামি মো: শাহজালালকে ওই আদালতের বিচারক মো: ওমর হায়দারের নিকট হাজির করা হলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি শাহজালাল।
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা তুহিন হত্যা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যসমূহ যাচাই-বাছাই করা হবে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা।