জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। পিআর পদ্ধতিতে না হলে আন্দোলনে যাবে জামায়াত। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই বলছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমির ডা. শফিকুর রহমান আরেকটা সভায় বলেছেন-রমজানের আগে হলেই ভালো হয়। আমরা জাতির পক্ষ থেকে উত্তম প্রস্তাব দিতে চেয়েছি। সুতরাং, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচনের তারিখকে আমরা স্বাগত জানিয়েছি।’ গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই; কিন্তু নির্বাচন ফেয়ার করার শর্ত আমরা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে, সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে-উচ্চ এবং নিম্ন উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব এবং তা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব। জুলাই সনদে জামায়াতে ইসলামী স্বাক্ষর করবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার যদি আইনিভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা অবশ্যই স্বাক্ষর করব। কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই।
সিইসির সঙ্গে বৈঠকের কারণ সম্পর্কে তিনি বলেন, আমার সংসদীয় আসন কুমিল্লা-১১ এর সীমানা নিয়ে আলোচনা করতে এসেছিলাম।