ইতালিতে বিএনপির সাবেক এক নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোমের তরবেল্লা মোনাক্কা এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
তারা হলেন, বিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, তার বন্ধু হুমায়ূন কবির ও মোহাম্মদ ইউনুস। এ সময় শাহিন নামে আরও একজন আহত হয়েছেন।
বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, রতনের ব্যবসা প্রতিষ্ঠানে একদল অস্ত্রধারী ঢুকে গুলি চালায়।
ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, ‘সন্ত্রাসী হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কামরুজ্জামান রতন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘আহতদের আত্মীয়দের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’