ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন পাঁচ নারীসহ ২২ বাংলাদেশি নাগরিক। গতকাল বিকালে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে তাদের ফেরত পাঠায় ভারত।
জানা যায়, ভারত থেকে ফেরা ২২ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ফেরত আসা বাংলাদেশিরা নেত্রকোনা, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, যশোর ও জামালপুরের বাসিন্দা। সিলেটের গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, ভারতে দীর্ঘ কয়েক মাস জেল খেটে গতকাল তামাবিল ইমিগ্রেশন দিয়ে ২২ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।