সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে গতকালও মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।
সিলেট : সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্য স্মৃতিবিজড়িত সিলেট-১ আসন। মিথ রয়েছে এ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়, সে দলই সরকার গঠন করে। দেশ স্বাধীনের পর এর ব্যত্যয় না ঘটায় মানুষের মধ্যে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। বিভিন্ন সময় এই আসনের সীমানা পুনর্নির্ধারণ হলেও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবসময়ই ছিলেন সিলেট-১ আসনভুক্ত। কিন্তু এবার নির্বাচন কমিশন (ইসি) এই তিনটি ওয়ার্ডকে সিলেট-৩ আসনভুক্ত করে বিজ্ঞপ্তি জারি করার পর থেকে দেখা দিয়েছে অসন্তোষ। বিক্ষুব্ধ লোকজন ইসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশীদ চৌধুরী বলেন, ‘আমরা কোনোভাবেই সিলেট-৩ আসনভুক্ত হতে চাই না। আমরা এলাকাবাসী নিয়ে মতবিনিময় করছি। জনমত তৈরি করছি। সাধারণ মানুষ এই দাবি নিয়ে আমাদেরকে রাজপথে নামার জন্য চাপ দিচ্ছেন।
বাগেরহাট : বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে লাগাতার কর্মসূচিতে টানা চতুর্থ দিনে গতকাল জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে সর্বস্তরের সাধারণ মানুষ। সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা-খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জে মহাসড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলাকালে এসব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জেলা বিএনপি ও জামায়াতের নেতারা স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে বিজয়নগর উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে ?উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।