গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের এ কমিশনকে ২১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ধারা ৩ অনুযায়ী এ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিটির মতে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত জনসভায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে কারফিউ জারি এবং সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হয়। এতে হতাহতের ঘটনাও ঘটে। এ পরিপ্রেক্ষিতে জেলা কারাগারসহ সরকারি স্থাপনায় হামলা ও নিরাপত্তাসংকটের বিষয়গুলো উদ্ঘাটন করা প্রয়োজন।