বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু) বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের একটি অরাজনৈতিক ব্যানারেই আমরা আন্দোলনে অংশ নিয়েছিলাম। আন্দোলনের পর ফ্যাসিস্টমুক্ত দেশ পেয়েছি। এরপর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, আমাদের ঠকানো হয়েছে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। রাজীবুল ইসলাম বলেন, ‘দেশের ইতিহাসে বিভিন্ন আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু জুলাই আন্দোলনের সূতিকাগার বলতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এতসংখ্যক শিক্ষার্থী আহত, শহীদ হওয়ার পর আমাদের ত্যাগ, অবদান সবাই স্বীকার করে। কিন্তু যখন এর ফল দেওয়ার সময় হয়েছে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা এমন একটি ফোর্স, যারা ইতিহাসে বিভিন্ন সময় আন্দোলনে নেমে সফলতা অর্জন করেই ঘরে ফিরেছেন। ভ্যাটবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও সবশেষ জুলাই আন্দোলন। সব আন্দোলনে আমরা সফল হয়েছি। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে দেশের বিনির্মাণে কাজ করে চলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের আগ্রহের কথা সরকারকেও জানিয়েছি। আমরা চাই আমাদের সঠিক মূল্যায়ন হোক।’