ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পলাশ (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পলাশ ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের শহীদ উদ্দিনের ছেলে।
পলাশকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মাহাবুব বলেন, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পলাশ। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, পলাশের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।