রাজধানীর ভাটারায় একটি জুয়েলারি দোকানে স্বর্ণ বন্ধকের নামে সিটি গোল্ডের চেইন দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে দুই নারীর বিরুদ্ধে। গত শুক্রবার সকালে ভাটারার ছোলমাইদ ছাপরা মসজিদ সংলগ্ন বিসমিল্লাহ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
পরে সোমবার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মফিজুর রহমান (৩৯)। অভিযোগে বলা হয়, দুই নারী এক ভরি দুই আনা আট পয়েন্ট স্বর্ণ বন্ধক রাখতে দোকানে আসেন। প্রথমে তারা আমাকে আসল স্বর্ণ দেখান। এর মধ্যে কৌশলে তারা তা পাল্টে সিটি গোল্ডের চেইন প্যাকেটে মুড়িয়ে দিয়ে যান এবং আমার কাছ থেকে বন্ধক বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যান। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।