পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
গতকাল পুলিশ জানায়, গভীর রাতে বোদা উপজেলার মালেকাডাঙ্গা সীমান্ত দিয়ে ছয় নারী, পাঁচ শিশুসহ ১৭ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বোদা থানায় সোপর্দ করেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তির সবার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামে। প্রায় একই সময়ে পঞ্চগড় সদরের শিংরোড সীমান্ত দিয়ে তিন শিশুসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। তাদেরও আটক করে থানায় সোপর্দ করে বিজিবি। আটক ব্যক্তিদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার মাদব পাশা গ্রামে। পঞ্চগড় সদর থানা ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।