নারায়ণগঞ্জে আজ শুক্রবার একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এই চারটি দলের পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি ছাড়া বাকি তিনটি রাজনৈতিক দল গত বছরের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে স্ব-স্ব কর্মসূচি ঘোষণা করেছে। আর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শোক র্যালির আয়োজন করেছে। চারটি রাজনৈতিক দলই তাদের কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি রেখেছে। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরুর কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনসহ অন্য শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত বছরের ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে কয়েক শ শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হয়। এ দিনটি স্মরণ করতে নারায়ণগঞ্জে ‘জুলাই সমাবেশ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। এদিন চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শহরের ডিআইটিতে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই ঘোষণাপত্রের’ দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ডিআইটিতে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের লেনে অস্থায়ী মঞ্চ করা হবে। সমাবেশে উপস্থিত থাকবেন দলটির প্রধান ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। একই দিন বিকালে শহরে শোক র্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকালে শোক র্যালির আয়োজন করা হয়েছে। শহরের মিশনপাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হবে। এদিকে চার দলের পৃথক কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ শহরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। কারণ চারটি কর্মসূচিই দুই কিলোমিটার এলাকার মধ্যে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে এ উত্তেজনা দেখা দিয়েছে। তবে এ নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিরোনাম
- স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
- ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ
- তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
নারায়ণগঞ্জে আজ বিএনপি এনসিপিসহ চার দলের কর্মসূচি, উত্তেজনা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর