১০ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় চেয়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তবে জানা গেছে, ১০ জুলাই প্রকাশিত হতে পারে এ ফলাফল। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন। পরীক্ষার পর সাধারণত ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এসএসসি পরীক্ষার ৬০ দিন পূর্ণ হচ্ছে ১২ জুলাই।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১০ থেকে ১৪ তারিখের মধ্যে যে কোনো দিন ফল প্রকাশে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ যে তারিখ অনুমোদন করবেন সেদিনই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।