কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিন দফা দাবিতে গতকালও বেশির ভাগ বিদ্যালয়ে কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেননি শিক্ষকরা। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে গত সোমবার থেকে এ কর্মবিরতি চলছে। তবে বিভিন্ন স্থানে কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ঐক্য পরিষদের নেতারা। একই সঙ্গে বিভিন্ন জেলায় শিক্ষকরা শ্রেণিকক্ষে ক্লাস কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতা নিরসন;
প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান। ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, কোনো কোনো স্থানে শিক্ষা অফিসারের বাধার কারণে শিক্ষকরা কর্মসূচি পালন করতে পারেননি। তার পরও দেশের ৮০ থেকে ৯০ ভাগ বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে। তিনি বলেন, কর্মবিরতির দ্বিতীয় দিন পার হলেও সরকারের উচ্চমহল বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি। এর আগে ৫-১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬-২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১-২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিকে ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৭৫টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালনের কারণে উপজেলা শিক্ষা অফিসার কারণ দর্শানোর নোটিস দিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ করা হয়েছে। আবার কোথাও কোথাও মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের ডিজির নির্দেশের কথা বলে আন্দোলনরত শিক্ষকদের তালিকা চাওয়া হচ্ছে।
নগর ভবনের সামনের ইশরাক সমর্থকদের বিক্ষোভ : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ জারি রেখেছেন তার সমর্থকরা। গতকাল নগর ভবনের ভিতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনের সড়ক আটকে বিক্ষোভ করা হয়। প্রথমে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। তার ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশরাকের সমর্থকরা।