বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো আন্তব্যাংক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে গত রবিবার ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে। দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের দাম কমে যাওয়ায় মুদ্রার স্থিতিশীলতা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ঊর্ধ্বগতি থাকায় ডলারের চাহিদা তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে আমদানি কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্কসংক্রান্ত আলোচনাও ডলারের দরপতনে প্রভাব ফেলেছে বলে জানান বাজার সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে ডলারপ্রতি মূল্য প্রায় ৩ টাকা কমে এসেছে। এক সময় যা ১২৩ টাকা ছিল, তা এখন কমে ১২০ টাকায় নেমে এসেছে। তবে রবিবারের নিলামে একক দাম ১২১.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বাজারে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনেছি।’ তিনি আরও জানান, বাজারে প্রয়োজনে আবারও হস্তক্ষেপ করা হবে এবং দর বাড়লে একই প্রক্রিয়ায় ডলার বিক্রিও করা হবে।
অন্যদিকে এক শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, গতকাল মার্কিন ডলারের বাজারদর ১২০.১০ টাকা পর্যন্ত উঠেছে, যা রবিবার ছিল ১২০ টাকা। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা আনবে এবং অপ্রত্যাশিত ওঠানামা রোধে কার্যকর ভূমিকা রাখবে।