শিল্প খাতে বিগত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে। আগামীকাল থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট বাড়তি গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় গতকাল বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। এতে জানা যায়, শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে (জানুয়ারি-এপ্রিল) শিল্পে গড়ে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়। এ ছাড়াও শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য গত বছরের তুলনায় ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। এতে আরও উল্লেখ করা হয়, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ দশমিক ৫০ টাকা।
অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তন করায় আগামী ২৮ মে থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে। সরকার শিল্পে গ্যাস সরবরাহের বিষয়ে তৎপর ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার আশা করে যে এ বিষয়ে সব বিভ্রান্তির অবসান হবে।