তিন দফা দাবিতে ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তিন দফার মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার।
গতকাল রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা সরাসরি কোরআন-সুন্নাহবিরোধী। এর মাধ্যমে বাংলাদেশের পারিবারিক ব্যবস্থার ভিতরে পশ্চিমা সংস্কৃতি প্রবেশের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জাতিসংঘের অনুরোধে শর্তসাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে রাখাইনে করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত নেতা এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।