বরিশাল নগরীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদসহ ২৫ জন নামীয় ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের একটি আদালত ওসিকে মামলা রুজুর নির্দেশ দেন।
মামলায় গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নামও রয়েছে।
মামলার বাদী জাপা নেতা আবদুল জলিল বলেন, ‘গত ৩১ মে রাতে নগরীর ফকিরবাড়ী রোড এলাকায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেওয়া হয়।’
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গতকাল বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, গত ৩১ মে জাপার মিছিল থেকে হামলার ঘটনায় চেয়ারম্যান ও মহাসচিবসহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও মামলা করেছেন গণঅধিকার পরিষদের এক নেতা।