নড়াইলের কালিয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী ফরিদ মোল্যা (৫৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২৮ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের পিকুল চেয়ারম্যান ও তার অনুসারী মিলন মোল্যার সঙ্গে আতাউর রহমান আফতাব মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে দুই পক্ষের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারও মিলন মোল্যাপক্ষের সানোয়ার নড়াইল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন তাকে বেদম মারপিট করে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেয়ারম্যান পিকুল ও মিলন মোল্যাপক্ষের লোকেরা আতাউর রহমান আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে ২৮ জন আহত হন। তাদের মধ্যে আফতাব মোল্যাপক্ষের ফরিদ মোল্লাকে (৫৮) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। তাকে কুপিয়ে আহত করা হয়েছিল। তিনি বিএনপির কর্মী ছিলেন। ফরিদ মোল্যাকে কুপিয়ে হত্যার নিন্দা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গতকাল জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।